'ঝুলন' (Jhulan Yatra) মানেই রাধা-কৃষ্ণের শৈশব-লীলা । শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা (Jhulan Purnima) একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব । দোল পূর্ণিমার পর বৈষ্ণবদের কাছে এটাই সবথেকে বড় উৎসব । মূলত শ্রাবণ মাসেই 'ঝুলন যাত্রা'হয় । শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব । এবছর ঝুলন শুরু হয়েছে ৭ অগাস্ট থেকে । ১১ অগাস্ট বৃহস্পতিবার ঝুলনযাত্রার সমাপ্তি ।
ঝুলন উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব মথুরা (Mathura), বৃন্দাবন, পুরী (Puri) ও মায়াপুরের ইস্কন মন্দিরে । দেশ-বিদেশ থেকে ভক্তরা এখানে ভিড় করেছেন । গত দু'বছর করোনার জন্য সেভাবে ঝুলন উৎসব পালন করা হয়নি । তাই, এবার ফের সবাই উৎসবে সামিল হচ্ছেন । শুধুমাত্র মঠ-মন্দিরে নয়, ঝুলন উৎসব পালিত হয় বাড়িতে বাড়িতে । রাধাকৃষ্ণের যুগলবিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান হয় । তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণ কিন্তু হারিয়ে যায়নি কোনওভাবেই । আজও নানা ধরনের মাটির পুতুল, কাঠের দোলনা আর গাছপালা দিয়ে ঝুলন সাজানোর রীতি রয়ে গিয়েছে ।
আরও পড়ুন, Raksha Bandhan 2022 : কুমড়োর বীজ থেকে চকোলেট রাখি, ভাই বা বোনের হাতে বাঁধুন পরিবেশ বান্ধব রাখি
ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এর পরথেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান ।