আজ শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী (Janmashtami 2023) উদযাপিত হচ্ছে সারা দেশজুড়ে। পুরাণ বলে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল।
লোকমতে প্রচলিত হিসেব বলে, এটা ৫,২৪৯ তম জন্মাষ্টমী। কয়েক হাজার বছর আগের কথা। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর এক দুর্যোগময় রাতে বসুদেব আর দেবকীর অষ্টম সন্তানে শ্রীকৃষ্ণের জন্ম। কিন্তু জন্মলগ্নের পরই কৃষ্ণের ঘর বদল। গোকুলে বাবা নন্দ মা যশোদা-র ঘরে বেড়ে উঠলেন শ্রী কৃষ্ণ (Sri Krishna)।
Janmashtami Story: কৃষ্ণ ছাড়াও জন্মাষ্টমীতে ধরায় এসেছিলেন যোগমায়া, কেন থেকে গেলেন আড়ালে?
কৃষ্ণের নানা রূপ, কোথাও তিনি বাল গোপাল, কোথাও পার্থ সারথী। আজ দিনভরই দেশের নানা অংশজুড়ে চলবে নানা রকমের উদযাপন।