আজ ৪ঠা জুন রবিবার, জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য তিথি। রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে। এই দিন ১০৮ টি সোনার ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ। কথিত আছে, এই পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয়, এরপর জ্বর আসে তিন ভাইবোনের। এই সময় বন্ধ থাকে মন্দির।
এবছর রথ ২১ জুন। স্নান যাত্রার পর ধুমধাম করে পালিত হয় রথ যাত্রা। আর রথ মানেই পুজোর কাউন্টডাউন শুরু। এই সময় থেকেই কুমোরটুলিতে বায়না হয়ে যায় দুর্গাপ্রতিমার। রথের রশিতে টান দিয়েই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়।