আজ, বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি । রাজ্যজুড়ে চলছে মায়ের আরাধনা । বেলুড় মঠের সারদা পিঠেও মহাসমারোহে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে । একইদিনে বেলুড় মঠে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন হয় । অন্যদিকে, বাঁকুড়ার জয়রামবাটীতে ঐতিহ্য মেনে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে ।
বুধবার সকাল ৬টায় বেলুড় মঠে পূর্বাহ্ন পুজোর মধ্যে দিয়ে জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়েছে । সকাল ১১ টায় হয়েছে মধ্যাহ্ন পুজো এবং দুপুর ২টোর সময় অপরাহ্ন পুজো । এরই মধ্যে পুষ্পাঞ্জলি, হোম করা হয় । প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে । এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মায়ের আরতি করে নবমী পুজোর সমাপ্তি হবে বেলুড় মঠে । আবার দশমীর দিন সকাল ৭টায় পুজো হওয়ার পর সাড়ে আটটার সময় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা সাতটায় প্রতিমা নিরঞ্জন হবে । করোনাকালে গত দু'বছর ভক্ত এবং দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল । তবে, এ বছর আর কোনও বিধিনিষেধ নেই । তাই ভক্তদের ভিড়ও এবার চোখে পড়ার মতো ।
বাঁকুড়ার জয়রামবাটীতে জগদ্ধাত্রী পুজো এবার ১৫০ বছরে পদার্পণ করল । সারদা মায়ের জন্মস্থানে দূর দূর থেকে ভক্তরা আসছেন । মায়ের পুজোয় সামিল হচ্ছেন । দর্শনার্থীরা জানাচ্ছেন, জয়রামবাটীর জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটা আলাদাই আকর্ষণ রয়েছে । এখানকার মনোরম পরিবেশে এলে মন শান্ত হয়ে যায় । ১৮৭৭ খ্রিষ্টাব্দে সারদা দেবীর মা তথা শ্যামা সুন্দরী দেবীর হাত ধরেই শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো । এরপর ১৯২৩ সালে বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সারদানন্দজীর উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা করা হয় মিশন । এখন পুজোর দায়িত্বে রয়েছে রামকৃষ্ণ মিশন ।