IRCTC Package Tour: সস্তায় বেনারস-প্রয়াগরাজ ভ্রমণ, IRCTC-র লোভনীয় প্যাকেজ বুক করতে পারেন আপনিও

Updated : Dec 05, 2024 18:50
|
Editorji News Desk

বেনারস বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু নিজে থেকে ঝক্কি নিতে চাইছেন না? আবার কোনও ট্যুর এজেন্টকেও ভরসা করতে পারছেন না? চিন্তুা নেই, মুসকিল আসান IRCTC। কম খরচে প্রয়াগরাজ-বেনারস-অযোধ্যা ভ্রমণের প্যাকেজ নিয়ে হাজির হয়েছে ভারত সরকারের মিনি রত্ন সংস্থাটি। 

নতুন বছরেই প্রয়াগরাজে রয়েছে মহাকুম্ভ। ১২ বছর পর পূণ্যস্নানের উদ্দেশে কোটি কোটি মানুষ ভিড় করবেন প্রয়াগরাজে। পূণ্যস্নান হবে ১৩ জানুয়ারি। ফলে সেই সময় বেড়াতে যাওয়ার প্ল্যান করলে কিন্তু পস্তাতে হবে। কারণ প্রচন্ড ভিড়ে হোটেল পাওয়া যেমন দুষ্কর তেমন পছন্দের জায়গা ঘুরে দেখতেও সমস্যা তৈরি হতে পারে। তবে IRTCT-র ট্যুর প্যাকেজ বুকিং করলেই সব চিন্তা থেকে মুক্তি। বুকিং-য়ের অর্থ জমা করলেই আপনার দায়িত্ব শেষ। হোটেল বুকিং থেকে ট্রেনের টিকিট, খাওয়া-দাওয়া সবকিছুর ব্যবস্থা করবে IRCTC।

মোট ৫ রাত্রি ৬ দিনের জন্য এই প্যাকেজ ট্যুরটি আয়োজন করা হয়েছে। ভারত গৌরব ট্রেনে করে বোর্ডিং স্টেশন থেকে ডেস্টিনেশন স্টেশনে পৌঁছবেন যাত্রীরা। কী কী সুবিধা থাকছে এই প্যাকেজ ট্যুরে? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিয়োটি-

কলকাতা স্টেশন থেকেই ছাড়বে ওই বিশেষ ট্রেন। যাত্রা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। এবং ভ্রমণ শেষ করে কলকাতায় ফেরা হবে ২৩ ফেব্রুয়ারি। মূলত বেনারস-কে কেন্দ্র করেই পুরো ট্যুরটি আয়োজন করা হয়েছে। অর্থাৎ বেনারস থেকেই প্রয়াগরাজ এবং অযোধ্যা ঘুরিয়ে দেখানো হবে। 

IRCT-র তরফে যে আইটারনিটি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, প্রথম দিন রাতে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে রওনা দেবে ট্রেনটি। ট্রেনেই ওইদিনের ডিনার সার্ভ করা হবে। 

দ্বিতীয়দিন সকাল ৭টায় ট্রেনটি পৌঁছবে বেনারস স্টেশন। সকালের চা পরিবেশন করা হবে ট্রেনের মধ্যেই। আগে থেকেই বুকিং থাকবে হোটেল। ট্রেন থেকে নেমে সরাসরি হোটেলে যেতে পারবেন যাত্রীরা। ওইদিন বেনারসের আশপাশের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। গঙ্গার ঘাট এবং গঙ্গা আরতি দেখানোর ব্যবস্থার করা হবে। এবং সন্ধ্যা আরতি দেখানোরও ব্যবস্থা থাকবে। 

তৃতীয়দিনের ব্রেকফাস্ট করেই প্রয়াগরাজের উদ্দেশে যাত্রা শুরু। সেখানে পৌঁছে লাঞ্চ করেই কুম্ভ দর্শনের উদ্দেশে যাত্রা শুরু হবে। রাতে প্রয়াগরাজেই রাত্রিবাস। 

চতুর্থ দিনে ব্রেকফাস্ট করে ফের বেনারসের উদ্দেশে রওনা। দুপুর নাগাদ হোটেলে ফিরে লাঞ্চ করে কাশী বিশ্বনাথ মন্দির সহ বিভিন্ন মন্দির দর্শন। রাত্রিবাস বারানসীতেই। 

পঞ্চমদিন ভোরে হোটেল থেকে চেক আউট করা হবে। বেনারস থেকে ট্রেন অযোধ্যার উদ্দেশে যাত্রা শুরু হবে। ট্রেনের মধ্যেই পরিবেশন করা হবে ব্রেকফাস্ট এবং লাঞ্চ। দুপুর নাগাদ ট্রেন পৌঁছে যাবে অযোধ্যায়। সেখানে অযোধ্যা রাম মন্দির এবং হনুমান ঘরি দেখার পর ফের ফিরতি ট্রেনে চাপা হবে। সারারাত জার্নির পর পরেরদিন বিকালে কলকাতায় পৌঁছবে ট্রেনটি। 

খরচ কত? 
পুরো প্যাকেজটির জন্য খরচ হবে ১৯ হাজার ১০০ টাকা। এর মধ্যে ট্রেন ভাড়া, হোটেল বুকিং, সাইট সিন, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের খরচ ইনক্লুড করা থাকবে। এছাড়াও বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার বাসভাড়াও এই খরচের মধ্যে যুক্ত রয়েছে।            

মোট দু ধরনের সার্ভিস চালু রেখেছে IRCTC। যার মধ্যে একটি ইকোনোমি ক্লাস এবং অন্যটি স্ট্যান্ডার্ড ক্লাস। ইকোনমিক ক্লাসে যাত্রা করতে হবে নন-AC কামরায়। এবং নন-AC হোটেল প্রভাইড করা হবে। এবং স্টান্ডার্ড ক্লাসের জন্য বুকিং করলে 3AC -তে যাত্রার সুযোগ রয়েছে। এবং যাত্রীরা AC হোটেলে থাকার ব্যবস্থা পাবেন।

IRCTC

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ