ফটো ও শর্ট ভিডিয়ো পোস্ট করার জন্য ইনস্টাগ্রাম নতুন ফিচার (Instagram new feature) নিয়ে পরীক্ষা চালাচ্ছে। শীঘ্রই এই ফিচার ইনস্টাগ্রামের আপডেটেড ভার্সনে পাওয়া যাবে বসে সংস্থা সূত্রে জানা গিয়েছে।
ইনস্টাগ্রাম নতুন যে ফিচারটি পরীক্ষা করছে সেটির মাধ্যমে লম্বা ধরনের ফটো বা ভিডিয়ো পোস্ট করা যাবে । এখন কিন্তু ইনস্টাগ্রামে লম্বাটে ধরনের ফটো ও ভিডিয়ো পোস্ট করার সুবিধা নেই। অথচ সেই সুবিধা ইতিমধ্যে ‘রিল’ এবং ‘স্টোরি’-তে পাওয়া যায়।
বর্তমানে, আপনি ‘রিল’ এবং ‘স্টোরি’-তে লম্বাটে ধরনের ফটো ও ভিডিয়ো পোস্ট করতে পারেন। কিন্তু আপনি যদি সেই ধরনের ফটো বা ভিডিয়ো পোস্ট হিসাবে ইনস্টাগ্রামে আপলোড করার চেষ্টা করেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ আপনার সেই ফটো বা ভিডিয়োটি নিজে থেকেই ৮:১০ অনুপাতের (অর্থাৎ প্রায় বর্গাকার) কেটে নিয়ে পোস্ট করেছে। অন্যদিকে, ‘রিল’ এবং ‘স্টোরি’-তে আপলোড করা লম্বা ধরনের ফটো ও ভিডিয়োগুলির মাপের অনুপাত হয় ৯:১৬।
ইনস্টাগ্রামের এক আধিকারিক জানিয়েছেন যে, ‘রিল’ এবং ‘স্টোরি’-র মতো ৯:১৬ অনুপাতের ফটো ও ভিডিয়ো পোস্ট করার ফিচার নিয়ে ইনস্টাগ্রাম পরীক্ষা চালাচ্ছে। উল্লেখ্য, টিকটক, ‘রিল’ এবং ‘স্টোরি’ সহ সাধারণ সমস্ত শর্ট ভিডিয়ো অ্যাপগুলি বর্তমানে ৯:১৬ অনুপাতের ভিডিয়ো এবং ছবি সাপোর্ট করে। ওয়াকিবহাল মহলের মতে আগামীতে শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্মে ইউটিউব এবং টিকটকের সঙ্গে জোর প্রতিযোগিতায় নামার জন্যই ইনস্টাগ্রামের এই উদ্যোগ।