খুব শীঘ্র ভারতে চালু হবে দূষণহীন 'সবুজ' ট্রেন(Green Train in India)। চলতি বছরের ডিসেম্বরেই ভারত তার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন(Hydrogen Train) পেতে চলেছে বলেই খবর। এই হাইড্রোজেন চালিত ট্রেনটির গতি হতে পারে ঘন্টায় ১৬০ কিমি। ভারতের এই ট্রেনে থাকতে পারে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। প্রতিটি কামরায় ৫জি ইন্টারনেট পরিষেবা(5G Internet Service) থাকবে।
এছাড়া ট্রেনটিতে রয়েছে আরও এক বিশেষ ব্যবস্থা। ট্রেন নির্মাণকারী সংস্থা ‘অ্যালস্টম’-এর দাবি, এই দূষণহীন ট্রেন ‘করাডিয়া ইলিন্ট’ জ্বালানি ছাড়াই ছুটতে পারবে ৬০০ কিলোমিটার। উল্লেখ্য, ট্রেনটি সর্বপ্রথম চালু হয় জার্মানিতে(Green Train in Germany)। পরবর্তীতে চিনে পরিষেবা দিতে শুরু করে এই 'সবুজ' ট্রেন(China Green Train)। চিনের ট্রেনটি ‘ফাক্সিং হাই-স্পিড প্ল্যাটফর্ম’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Bibriti-Tathagata: পাহাড়ে একসঙ্গে বিবৃতি-তথাগত! ঘুরতে নয়, তাহলে কেন গিয়েছিলেন? কারণ প্রকাশ্যে
বিশেষজ্ঞদের মতে, এই ট্রেনের ব্যবহারে প্রতি বছর কার্বন নির্গমনের পরিমাণ ১০ টন অবধি কমতে পারে। জার্মানিতে ইতিমধ্যেই হাইড্রোজেনকে(Hydrogen Train) জীবাশ্ম জ্বালানির এক শক্তিশালী প্রতিস্থাপন হিসাবে গড়ে তোলা হয়েছে। ট্রেনের পাশাপাশি, গাড়িতে ব্যবহারের জন্য ছোট আকারের জ্বালানি কোষও তৈরি করা হচ্ছে। হাইড্রোজেন চালিত এই ট্রেনগুলিতে(China Green Train) দূষণের মাত্রা অত্যন্ত কম। তাই ট্রেনগুলিকে ‘গ্রিন ট্রেন’ বা ‘সবুজ ট্রেন’ আখ্যা দেওয়া হয়েছে। তবে ভারতে চলা সবুজ ট্রেনগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতেই তৈরি হবে বলে জানিয়েছে রেলমন্ত্রক(Aswini Vaishnav)।