সারা দেশজুড়েই ১ থেকে ৭ সেপ্টেম্বর উদযাপিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ (National Nutrition Week)। পর্যাপ্ত পুষ্টিই যে সুস্থ জীবনের চাবিকাঠি, সেই সচেতনতা বাড়াতেই একটা গোটা সপ্তাহ রাখা হয় উদযাপনের জন্য।
ব্যক্তিগত এবং সামাজিক, উভয় স্তরেই পুষ্টির প্রয়জনীয়তা এবং সার্বিক স্বাস্থ্যের খেয়াল রাখার প্রয়জনীয়তা সম্পর্কে সচেতন করা হয় এই সপ্তাহে।
(X) Twitter New Feature: নতুন চমক এলন মাস্কের, ফোন নম্বর ছাড়াই টুইটারে করা যাবে অডিও-ভিডিও কল
১৯৮২ সালে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড (Food and Nutrition Board)-এর উদ্যোগে এই বিশেষ সপ্তাহ পালন করার চল শুরু হয়েছিল। এখন সেই বোর্ড নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের অধীনে।
এ বছরের পুষ্টি সপ্তাহের থিম "Making Healthy Eating Affordable for Everyone." অর্থাৎ স্বাস্থ্যকর খাবার কেনার ক্ষমতা যেন দেশের প্রতিটি মানুষের থাকে। ভাল থাকা এবং ভাল খাওয়ায় যেন ভারতবাসী কোনও রকম বৈষম্যের শিকার না হয়।