স্বাধীনতা দিবস মানেই পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস, পাড়া, সর্বত্র দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান । দেশ্মাত্মবোধক গানে মুখর হয়ে ওঠে আকাশ-বাতাস । স্বাধীনতা দিবসের কিন্তু বিশেষ সাজ-পোশাকও আছে । বড়দের সাজ-পোশাক নিয়ে তো আলোচনা হয়েছে, অনেক...তবে, স্বাধীনতা দিবসে ছোটদের সাজ-পোশাক কেমন হতে পারে, সেই বিষয়ে কিছু টিপস রইল আপনাদের জন্য ।
স্বাধীনতা দিবস মানেই তিনটে রং...গেরুয়া, সাদা আর সবুজ । চেষ্টা করবেন, তিন রঙের মধ্যে যে কোনও একটি রং যেন ছোটদের পোশাকে থাকে । এখন স্বাধীনতা দিবসের দিন অনেক স্কুলেই ক্যাজুয়াল ড্রেসের চল রয়েছে । সেক্ষেত্রে, গেরুয়া, সাদা আর সবুজ তিনটে রঙের মধ্যে মেয়েদের কুর্তি, পালাজো কিংবা ছেলেদের পাঞ্জাবি ভাল অপশন হতে পারে ।
মেয়েদের ফ্যাশন টিপস
এদিন, মেয়েকে পরাতে পারেন সাদা চুড়িদার । সাদা চুড়িদারের সঙ্গে থাকুক জাতীয় পতাকার তিন রং বিশিষ্ট ওড়না । যে কোনও দোকানে তা পেয়ে যাবেন । কিংবা বাজারে স্বাধীনতা দিবসের জন্য দারুণ ফ্রক এসেছে, যেখানে থাকছে তিন রঙেরই ছোঁয়া । আবার গেরুয়া পালাজো, সবুজ কুর্তি আর তার ওপর সাদা জ্যাকেট পরিয়ে মেয়েকে স্কুলে পাঠাতে পারেন । এছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষে যে শাড়ি বেরিয়েছে বাজারে, সেগুলিও পরাতে পারেন ।
ছেলেদের ফ্যাশন টিপস
সাদা কুর্তা ও পায়জামা ছেলেদের জন্য বেস্ট । অথবা গেরুয়া পাঞ্জাবি বা সবুজ পাঞ্জাবির সঙ্গে সাদা পাজামা-ও স্বাধীনতা দিবসের জন্য একেবারে পারফেক্ট । আবার, সাদা কুর্তা পরলে, তার সঙ্গে জাতীয় পতাকার তিন রং বিশিষ্ট ওড়না গলায় ঝুলিয়ে দিতে পারেন । গেরুয়া বা সবুজ পাঞ্জাবির সঙ্গে কিনে নিতে পারেন নকশা আঁকা সাদা কোট ।