আপনি লাল-হলুদ, না সবুজ-মেরুন? বাঙ্গাল না ঘটি? এ সব প্রশ্ন থাক। তার চেয়ে বরং পাত পেড়ে একটু খাওয়া দাওয়া হোক। ভরা বর্ষায় কলকাতাবাসীর জন্য কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করল আলিপুরের সম্পন্ন কাফে (Somponno Cafe)। আসছে ইলিশ-চিংড়ি( Ilish-Chingri Festival) উৎসব।
আগামী ১২ থেকে ২৭ অগাস্ট সম্পন্ন কাফেতে বসছে ইলিশ-চিংড়ি উৎসব। হিডকোর (Hidco) উদ্যোগে ভোজনরসিকদের জন্য আসছে দারুণ সুযোগ। পুজো আসতে এখনও একটু দেরি, কিন্তু পেট পুজোয় বাধা তো নেই।
Mecha Sandesh Recipe: ২০০ বছরের পুরানো স্বাদ, বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশের রেসিপি শিখে নিন
মাঠে লড়াই জারি থাক, পাতে থাক ঘোর সদ্ভাব। সপ্তাহ দুয়েক ধরে রসিয়ে উপভোগ করুন বর্ষার ইলিশ আর চিংড়ির রসনাবাহার।