পোষ্যকে নিয়েই দিনের বেশির ভাগ সময় কাটে আপনার। এদিকে ঘুরতে যাওয়ার বেলায় সমস্যা। পোষ্যকে নিয়ে ট্র্যাভেল করার নিয়ম ঠিক জানা নেই, আবার পোষ্যকে একা রেখে বা ক্রেশে রেখেও বেরোতে মন চায়না। তাহলে কী করবেন? জেনে নিন পোষ্যকে নিয়ে দেশের মধ্যে ট্রেনে সফরের নিয়মাবলি।
ট্রেনে পোষ্য কে নিয়ে সফর করার কিছু নিয়ম রয়েছে। কেউ যদি তার পোষ্য প্রাণীকে নিয়ে ট্রেনে উঠতে চায় তাহলে কীভাবে নেবে? লাগেজ কি কোচে রেখে দিতে হবে না কি সঙ্গে নিয়ে যাওয়া যাবে? এ বিষয়ে রেলের নিয়ম কী?
যদি কেউ ভারতের মধ্যে সফরের সময়ে ট্রেনে পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে চান, তবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেই ট্রেনের কনফার্ম টিকিট থাকতে হবে। ট্রেন ছাড়ার আগে স্টেশনে পৌঁছে সফর শুরু করার আগে পার্সেল অফিসে যেতে হবে। ট্রেনে আপনার পোষ্যকে পরিবহনের জন্য একটি স্লিপ কাটতে হবে। ট্রেন নম্বর, যাত্রা শুরু এবং শেষের বিবরণ উল্লেখ করতে হবে। এর পর গার্ডের কাছে গিয়ে স্লিপ দেখাতে হবে। গার্ডের কোচে রয়েছে খাঁচার মতো বাক্স। পোষ্যকে সেই বাক্সে রেখে আপনার সঙ্গেই নিয়ে সফর করতে পারবেন।
আপনার সঙ্গে পোষ্য নেওয়ার আরও দুটি উপায় রয়েছে। একটি কমফার্ম ফার্স্টক্লাস এসি কামরার টিকিট বুক করে পোষ্যর স্লিপটি কেটে নিয়ে নিজের সঙ্গে পোষ্য নিয়েই সফর করতে পারবেন। তবে আপনার আশপাশের যাত্রীদের কোনও আপত্তি থাকলে চলবে না। অন্য উপায়টি হল, ফার্স্টক্লাস এসিতে দুটি বার্থের একটি কুপ বুক করতে পারেন। পার্সেল অফিস থেকে পোষ্যর জন্য একটি স্লিপ পেলেই আপনার পোষ্য নির্বিঘ্নে হয়ে উঠবে আপনার সফরসঙ্গী।