ভয়াবহ গরম৷ ঘরে থাকলেও এসি না চালিয়ে উপায় নেই৷ আবার অফিসেও এসি৷ বাড়ি থেকে অফিস যাতায়াতের সময়ও গাড়িতে অধিকাংশ সময় চালাতে হচ্ছে এসি। কিন্তু এতক্ষণ এসিতে থাকতে থাকতে ত্বকের আদ্রর্তার দফরাফা হচ্ছে অনেকেরই৷ তাহলে উপায়?
উপায় একটাই৷ ব্যাগে ময়শ্চারাইজার রাখতে হবে। অফিসের এসিতে ঢুকেই মুখে এবং হাতে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপর শুরু করুন কাজ। যাঁদের অফিস যাওয়ার বালাই নেই, ঘরে বসেই কাজ, ওয়ার্ক ফ্রম হোম, তাঁরাও দীর্ঘ সময় এসিতে বসার আগে হাতে-মুখে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।
এর সঙ্গে অবশ্যই ফেস মিস্ট ব্যবহার করুন৷ মুখমণ্ডলের আর্দ্রতা ঠিক রাখতে ফেস মিস্ট স্প্রে করে নিন৷ জল খেতে হবে অনেকটা৷ অফিসে থাকাকালীন দেড় থেকে দু'লিটার জল খাওয়া মাস্ট।