তীব্র গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। শুধু ফ্যানের হাওয়ায় টেকা হচ্ছে দায়। চলতি গরমে ঘরে ঘরে এসির প্রাসঙ্গিকতা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। একদিকে হঠাৎ হঠাৎ লোডশেডিং অন্যদিকে যতটুকু সময় বিদ্যুৎ থাকছে অনবরত চলছে এসি। হঠাৎ কারেন্ট গেলেই আচমকা এসি যাচ্ছে বন্ধ হয়ে। এতে দ্রুত খারাপ হচ্ছে এসি,পাখা কুলার সবই। পাশাপাশি সারানোর লোক মেলাও কার্যত হয়ে পড়ছে কঠিন৷ তাই এসি রাখতে হবে যত্নে।
Dal Makhani: একঘেয়ে সবজি খেয়ে অরুচি? রুটির সঙ্গে জমবে ভাল ধাবা স্টাইল ডাল মাখানি, রইল রেসিপি
এসির যত্ন-
১. একবার খরচ করে হলেও ৫ তারা যুক্ত এসি কেনার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সমস্ত কলকবজাও থাকবে মজবুত।
২. বিদ্যুৎ অফিসের অনুমতি নিয়ে বাড়িতে কটি এসি লাগানো উচিত ঠিক করুন। নতুবা, বেশি ভোল্টের কারেন্ট ব্যবহারে ক্ষতি হতে পারে স্থানীয় ট্রান্সফরমার এবং আপনার মেশিন উভয়েরই।
৩. এসি চলাকালীন অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র যেমন মাইক্রোওভেন, ইনডাকশন, ওয়াশিং মেশিন না চালানোই ভাল।
৪. খতিয়ে দেখুন এসির ওয়্যারিং-এর অবস্থা। একটু এদিক ওদিক হলে পুরো যন্ত্র পুড়ে যেতে পারে।
৫. এসি চলাকালীন বাইরের কোনও হাওয়া রোদ যেন ঘরে না ঢোকে।