টানা প্রায় এক সপ্তাহ কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। রাতে এসি না চালিয়ে শোয়ার উপায় নেই বললেই চলে। ওদিকে মাসের শেষে বিদ্যুতের বিলে লাগামছাড়া খরচ হলেও সমস্যা, সে ক্ষেত্রে কী করবেন, রইল কিছু টিপস।
সঠিক তাপমাত্রা সেট করুন - তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে। রাতে 18 °C-এ AC-র তাপমাত্রা না রেখে, 24 °C-এ ঘুমানোর অভ্যাস শুরু করুন।
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
ঘরের দরজা, জানালা সঠিকভাবে বন্ধ করুন - AC চালানোর সময় ঘরের প্রত্যেকটি দরজা ও জানলা সঠিকভাবে বন্ধ করুন।
ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখুন - এসি চালালে ঘরে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হবে।
নিয়মিত সার্ভিস করান - নিয়মিত সার্ভিসিং করালে আপনার AC-র এফিসিয়েন্সি বেশি থাকবে। তাতে আপনি অনেক কম বিদ্যুৎ খরচ করে ঘর ঠান্ডা রাখা যায়।