আরামের দিন শেষ। এবার গরমের দিন। শীতকালে এসি, ফ্যান চালানোর বালাই নেই। তাই বিদ্যুতের বিলও থাকে আয়ত্তে। কিন্তু গরম পড়তেই ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত পড়ে মধ্যবিত্তের। তীব্র দাবদাহে এসি , ফ্রিজ, পাখা কিংবা কুলার কোনওটা ছাড়াই রক্ষে নেই। ভাবছেন তো কীভাবে এই বিরাট অঙ্কের টাকা মেটাবেন? এর একটাই উপায় বিদ্যুৎ সাশ্রয় করা এবং কিছু টিপস মাথায় রাখা।
সবার আগে বাড়িতে বাল্ব, এবং অন্যান্য লাইটের বদলে জ্বালান LED লাইট। ব্যবহার ছাড়া লাইট ফ্যান জ্বালিয়ে রাখবেন না। পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন। এসির তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখলেও বিল অনেকটাই কম আসে। এছাড়া ঘর ঠান্ডা রাখার জন্য এই সময় ব্যবহার করতে পারেন ভারী কোনও পর্দা এর জেরে এসি না চালালেও ফ্যানেই চলবে কাজ।