কথিত রয়েছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে ৷ কৃষ্ণের জন্মের সেই শুভ তিথিটিই ঘরে ঘরে জন্মাষ্টমী রূপে পালিত হয় ৷ সামনেই জন্মাষ্টমী। তার আগে আপনার গোপাল বা কৃষ্ণের জন্য নিজের হাতেই বানিয়ে ফেলতে পারেন একটি সুন্দর আসন।
এরজন্য লাগবে সামান্য কিছু জিনিস। রঙিন কিছু কাপড়, জরির কাজ করা পাড়, ময়ূরের পালক, বেতের ঝুড়ি।
Rakhi Purnima: যীশু খ্রিষ্টের জন্মের ৩২৬ বছর আগেও ছিল রাখি পরানোর চল, জানেন?
প্রথমেই একটি হাতল ওয়ালা বেতের ঝুড়ি নিয়ে ফুল রাখার জায়গায় বেশ খানিকটা তুলো দিয়ে , গোল করে পিচবোর্ড কেটে তারউপর বসিয়ে সেলোটেপ দিয়ে ভালো করে শক্ত করে নিন। এবার একটি উজ্জ্বল রঙের কাপড় দিয়ে আসনের চারপাশ, ঝুড়ির হাতল মুড়ে নিন। জরির পার কুচি কুচি করে চারিদিকে গোল করে মুড়ে দিন। সাজানোর জন্য আসল ফুলও ব্যবহার করতে পারেন , কিংবা রিবনের ফুল দিয়ে সাজিয়ে , ময়ূরের পালক দিয়ে সাজিয়ে নিলেই তৈরি গোপালের আসন।