গৃহস্থের যম আরশোলা। আরশোলার উপদ্রবে কখনও কখনও ঘুম ছোটার জোগাড় হয়। সারা বাড়িময় উড়ে বেরিয়ে কখনও যদি এই কীট খাবারে পড়ে, তাহলে তো পেটের অসুখ বাধ্যতামূলক। কেউ কেউ আবার ভয়ও পান আরশোলায়। আজকের প্রতিবেদনে রইল এই সব সমস্যার সমাধান। আরশোলার গুষ্টি নিধনে এই টোটকাই হবে মুশকিল আসান।
চিনি এবং বেকিং সোডা-
সবার বাড়িতেই থাকে বেকিং সোডা এবং চিনি৷ একটি পাত্রে চিনি এবং বেকিং সোডা গুঁড়ো মিশিয়ে যে সমস্ত জায়গায় আরশোলার বাড়বাড়ন্ত, সেখানে ছড়িয়ে দিন। চিনির গন্ধে আরশোলা এসে ওই মিশ্রন খেলেই কাজ শেষ।
তেজপাতা-
এছাড়াও আরশোলার যম তেজপাতা। তেজপাতা গুঁড়ো করে আরশোলার উপদ্রবের জায়গায় ছড়িয়ে দিন। আরশোলা নির্বংশ হতে বেশি সময় লাগবে না৷