বন্ধু বিনে প্রাণ বাঁচে না...
অথচ আজকাল ব্যস্ততার মধ্যে সেই বন্ধুরই অভাব বদলে দিচ্ছে আমাদের জীবন। কারোর অনেক বন্ধু, কিন্তু কারোর সাথেই তেমন সখ্য নেই, কারোর আবার বন্ধুই নেই, এই দুই সমস্যা এখন ঘরে ঘরে। বন্ধুর মতো বন্ধু ক'জন থাকা দরকার আমাদের জীবনে?
Sovan-Baishakhi: ষাটে পা! গোলাপি বেলুন, লাল গোলাপ, ধূমধাম করে শোভনের জন্মদিন পালন বৈশাখীর
আধুনিক মনোবিজ্ঞানীরা বলছে ঘনিষ্ঠ বন্ধু থাকা দরকার ৩ থেকে ৫ জন। এই সংখ্যা থেকে এদিক ওদিক হলেই চিন্তার বিষয়। তিনজনের কম বন্ধু হলে, জীবনে একাকিত্বে ভোগার সম্ভাবনা, আবার খুব বেশি বন্ধু হলে, কারোর সঙ্গেই মনের যোগাযোগ তৈরি হয় না বলে মনে করেন মনোবিদরা।
নয়ের দশকে অবশ্য রবিন ডানবার বলেছিলেন, একসাথে ১৫০ টি সামাজিক সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে পারে মানুষ, কিন্তু অতিমারী পরবির্তী সময়ে নানা দিক পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, ৩ থেকে ৫ জন বন্ধু থাকা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য ভাল।