চুইং গাম খেতে পছন্দ করেন? মাঝেমধ্যেই কিনে মুখেও পুরে দেন? জানেন কি কোন বিপদ ডেকে আনছেন? চুইং গামে আসলে কী থাকে জানলে, হয়ত আর কোনও দিন এই জিনিসটি ছুঁয়েও দেখবেন না আপনি। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
গবেষণা বলছে, চুইং গামে থাকে ল্যানোলিন। যা ভেড়ার লোমের মধ্যে থাকা গ্রন্থিগুলির একটি তৈলাক্ত উপজাত। একটি চর্বিযুক্ত মোম যা মানুষের সেবামের সমতুল্য। ল্যানোলিন বেশিরভাগই মাড়ির বেস তৈরি করতে ব্যবহৃত হয় এবং তারপরে চুইং গামের স্বাদের সাথে মিশে যাওয়া উপাদানটি দীর্ঘস্থায়ী কোনও রোগেরও কারণও হতে পারে।
পেডিয়াট্রিক নিউরোলজি জার্নালে একটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চুইং গাম খেলে শিশু এবং কিশোর-কিশোরীদের উভয়ের মধ্যেই মাথাব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।তাই পরের বার চুইং গাম খাওয়ার আগে একটিবার ভাবুন।