তীব্র দাবদাহ। আর এই গরম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এয়ার কন্ডিশনার। কিন্তু অতিরিক্ত এসি ঘরে থাকার ফলে ত্বকে আর্দ্রতার ঘাটতি হতে শুরু হয়। যার জেরে শুষ্ক হয়ে পড়ে ত্বক।
এই অবস্থায় কি করে আর্দ্র রাখবেন নিজের ত্বক?
পুরুষ কিংবা নারী উভয়ই ব্যাগে মশ্চারাইজর রাখুন। ত্বক আর্দ্র হয়ে গেলেই মশ্চারাইজার ব্যবহার করুন।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন ফেস মিস্ট। মুখের ত্বক আর্দ্রতা হারালে এই মিস্ট আর্দ্রতা ফেরাতে সাহায্য করে।
প্রচুর পরিমাণে জল পান করুন। অফিসে থাকাকালীন অন্তত ১.৫ থেকে ২ লিটার জল পান করার চেষ্টা করুন। এতে আর্দ্রতা থাকে ত্বক।