সন্তানের ওপর ঘনঘন চেঁচামেচি করেন? রাগ হলে সন্তানকে একা ফেলে চলে যান? সাম্প্রতিক এক গবেষণা বলছে, এতে কিন্তু ক্ষতি হতে পারে সন্তানের মানসিক স্বাস্থ্যের।
Epidemiology and Psychiatric Sciences জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, ৩ বছরের শিশু যদি বাবা মায়ের কাছে এ ধরণের আচরণ নিয়মিত পেতে থাকে, তাহলে ৯ বছর বয়সের মধ্যে ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেড়গুণ বেড়ে যায়।
সাড়ে ৭ হাজার শিশুকে নিয়েই গবেষণা করা হয়েছিল। তবে গবেষণায় প্রমাণিত হয়েছে, শুধুই বাচ্চাকে কীভাবে বড় করা হচ্ছে, মানসিক স্বাস্থ্য তার ওপর নির্ভরশীল নয়। লিঙ্গ, শারীরিক অবস্থা, আর্থসামাজিক স্থিতাবস্থার ওপরেও অনেকাংশেই নির্ভর করে শিশুর মানসিক স্বাস্থ্য।