পুজোর ক'দিন নতুন জামা জুতোর মতোই যেন পায়ে ফোস্কা পড়া মাস্ট। কিন্তু নতুন জামা-জুতোর মতো সে অনুভূতি বড় সুখের নয়। হাঁটতে গেলে তখন আক্ষরিক অর্থেই তো পদে পদে বাধা। পুজোর রেশ কেটে গেলেও ফোস্কার রেশ কিন্তু বেশ অনেকদিনের।
জেনে নিন ফোস্কা থেকে রেহাই পাওয়ার কিছু টিপসঃ
১) ফোস্কা ফেটে গেলে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা বোরোলিন লাগিয়ে ঢেকে রাখুন।
২) ফোস্কা পড়ার জায়গায় বারকয়েক মধু লাগিয়ে দেখুন।
৩) নতুন জুতোর যে অংশগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন।
৪) জুতো পরার আগে পায়ে ভালো করে সর্ষের তেল বা নারকেল তেল মেখে নিন
Durga Puja-Blouse Fashion: শাড়ির চেয়েও গুরুত্বপূর্ণ! এই পুজোয় ট্রেন্ডি কোন ব্লাউজ, দেখে নিন এক নজরে
৫) ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগালেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৬) জলের সঙ্গে আটা গুলে থকথকে পেস্ট বানিয়ে ফোস্কার উপর লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।