পায়ে ফোস্কা পড়া যেন বঙ্গ জীবনের অঙ্গ। শহর চষে ফেলে যখন পুজোর ক'টা দিন আপনি আর সব ভুলে থাকতে পারেন, কিন্তু আপনার বড়ো সাধের নতুন জুতো থেকে পড়া ফোস্কা ভুলে থাকতে পারবেন না, কারণ আক্ষরিক অর্থেই তো পদে পদে বাধা, তাই না? । পুজোর রেশ কেটে গেলেও ফোস্কার রেশ কিন্তু বেশ অনেকদিনের।
জেনে নিন ফোস্কা থেকে রেহাই পাওয়ার কিছু টিপসঃ
১) পায়ের ফোস্কা ফেটে গেলে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা বোরোলিন লাগিয়ে ঢেকে রাখুন।
২) ফোস্কা পড়ার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন।
Naktala Udayan Sangha: Editorji Exclusive: মোটা কাপড়ের লড়াই! নাকতলার পুজোর থিমে চড়কার ইতিহাস-
৩) জুতোর চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন।
৪) নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সর্ষের তেল বা নারকেল তেল মেখে নিন
৫) নতুন জুতোর ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৬) জলের সঙ্গে আটা গুলে থকথকে পেস্ট বানিয়ে ফোস্কার উপর লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।