প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary result 2022)। এক থেকে দশের মধ্যে রয়েছে ২৭২ জন পড়ুয়া। হুগলী কলেজিয়েট স্কুলের সোহম দাস উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৯৬। প্রথম স্থানাধিকারীর চেয়ে মাত্র ২ নম্বর কম পেয়েছেন সোহম (Soham Das)।
দিনে এমনিতে ১১-১২ ঘণ্টা পড়তেন সোহম। পরীক্ষার আগে পড়া আরও বাড়িয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সোহম। প্রিয় বিষয় অংক, প্রিয় সখ, ক্রিকেট খেলা, গল্পের বই পড়া। দিল্লি অথবা বম্বে আইআইটি তে ইঞ্জিনিয়রিং পড়ার ইচ্ছে সোহমের।
উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। তাদের মধ্যে ছাত্র ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। সংসদ সূত্রে জানা গিয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে সামগ্রিক পাশের হার ৮৮.৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৮০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। তবে এবছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম সাতে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং ও বাঁকুড়া।