Weekend Travel Destination : মে মাসে পরপর দুই সপ্তাহ ছুটি, উইকেণ্ডে বেরিয়ে আসুন উত্তরবঙ্গের এই তিন জায়গায়

Updated : Apr 28, 2023 06:26
|
Editorji News Desk

ঘুরতে যেতে কারই বা ভাল না লাগে । কিন্তু, 'ছুটি'? ওই একটা শব্দেই যত সমস্যা । তবে, মন খারাপ করবেন না । সামনেই রয়েছে একটা বড় ছুটি । জানা গিয়েছে, মে মাসে পরপর দুই সপ্তাহ লম্বা ছুটি পাওয়া যাচ্ছে । মে মাসের প্রথম দিন সোমবার মে দিবস উপলক্ষে ছুটি । তার আগে যদি শুক্রবার ছুটি নেওয়া যায়, তাহলে পরপর চারদিন ছুটি পেয়ে যাবেন । এর পরের সপ্তাহে আবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৫ মে, শুক্রবার ছুটি । শনি ও রবি এমনই ছুটি । মঙ্গলবার আবার ২৫ বৈশাখ । মাঝে শুধু সোমবারটা ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লাফতে । কিন্তু, ছুটি তো পেলেন, কোথায় যাবেন ভেবেছেন ? গরমের সময় সেরা ডেস্টিনেশন হতে পারে উত্তরবঙ্গ । কোথায় কোথায় যেতে পারেন, এমন অফবিট কয়েকটি জায়গার খোঁজ রইল আপনাদের জন্য ।

ফিক্কালে গাঁও, কালিম্পং

কালিম্পং শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত ফিক্কালে গাঁও । এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভোলানো । এখানে একাধিক হোম স্টে রয়েছে । যেখানে বসে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য । এছাড়াও দেখে আসতে পারেন মনেস্ট্রি, ডেওরালি দাঁরা ভিউপয়েন্ট । একইসঙ্গে ঘুরে নিতে পারেন ডেলো পার্ক, কালিম্পং শহর । 

রঙ্গারুন

দার্জিলিং থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত রঙ্গারুন । জোরবাংলো হয়ে যেতে হয় এখানে । প্রাকৃতিক সৌন্দর্যের আগার রঙ্গারুন । এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি করা হয়েছে চায়ের বাগান । ব্রিটিশ আমলে চা প্রসেসিং ইউনিট রয়েছে। ট্রেক করারও ব্যবস্থাও রয়েছে । দু তিনদিনের জন্য রঙ্গারুনে কাটিয়ে আসতে পারেন ।

সিটং

পাহাড়ের কোলে মেঘেদের দেশ সিটং । আবার কমলালেবুর দেশও বলা যেতে পারে । এটাই এখানকার প্রধান আকর্ষণ । সিটংয়ে একাধিক হোম স্টে রয়েছে । আগের থেকে বুক করে যেতে হবে । হোম স্টে-তে বসে কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে মেঘ-রোদের লুকোচুরি দেখার মজাই আলাদা । 

তাই আর দেরি করবেন না, টিকিট কেটে ফেলুন এখনই । ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন পাহাড়ের উদ্দেশে ।

north Bengal

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ