শেভ বা ওয়্যাক্সিংয়ের পর আপনার পায়ে কোনও কালো বা লাল ছোট ছোট দাগ লক্ষ্য করেছেন ? তাহলে বুঝবেন আপনার স্ট্রবেরি লেগের (Strawberry Leg) সমস্যা রয়েছে । কিন্ত, এর থেকে মুক্তি পাবেন কীভাবে ? বিশেষ করে সামনেই পুজো । দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় যদি 'স্ট্রবেরি লেগ'-এর জন্য পছন্দের পোশকটাই বাদ হয়ে যায়, তাহলে খারাপ তো লাগবেই । তাই পুজোর আগে স্ট্রবেরি লেগ (Strawberry Legs)-এর সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন, তার কিছু টিপস রইল আপনাদের জন্য ।
স্ট্রবেরি লেগ হল হাইপারপিগমেন্টেড ডট বা ছোট ছোট কালো দাগ, যা লোমের ফলিকলের দেখা যায় । সাধারণত শেভ করার পরে এগুলি দেখা যায় । অনেকসময় তেল,মরা চামড়া, ময়লা এবং জীবাণু জমার কারণেও এগুলি হতে পারে । 'স্ট্রবেরি লেগ'থেকে মুক্তি পেতে সবসময় ত্বক ভাল করে পরিষ্কার করতে হবে । ওটমিল, মধু এবং গ্রাউন্ড কফির সঙ্গে টক দইয়ের মিশ্রণ চামড়ায় লাগাতে পারেন । এটা ভাল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে । ত্বককে নরম ও ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে, কালো কালো দাগও চলে যাবে । 'স্ট্রবেরি লেগ'-এর জন্য স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেন চর্মরোগ বিশেষজ্ঞরা । পুজোর আর কয়েকদিন বাকি, এখন থেকেই চামড়ার যত্ন নেওয়া শুরু করুন ।
'স্ট্রবেরি লেগ'-এর সমস্যা ফিরে আসা থেকে কীভাবে প্রতিরোধ করবেন ?
আপনার যদি স্ট্রবেরি লেগের সমস্যা থাকে, তাহলে রেজার দিয়ে শেভ না করাই ভাল । অন্য পদ্ধতিতে লোম তোলার চেষ্টা করুন । আর যদি শেভিং পছন্দ করেন, তাহলে পুরনো রেজার ব্যবহার করবেন না । আর শেভিংয়ের আগে অবশ্যই ময়েশ্চারাইজারিং ক্রিম লাগিয়ে নেবেন । ফলে কোনও ব়্যাশ বেরোবে না । 'স্ট্রবেরি লেগ'-এর জন্য হট ওয়্যাক্স বা সুগার ওয়্যাক্স ভাল ।