মাত্র একটা ওষুধ। আর তাতেই মিলবে ক্যানসার থেকে মুক্তি (Cancer Treatment)। এই ওষুধের হিউম্যান ট্রায়াল চলছে। কবে এই জীবনদায়ী ওষুধ বাজারে আসবে, তা নিয়ে জল্পনা চলছে। তবে জানা গিয়েছে, এখনই তেমন কোনও সম্ভাবনা নেই। এই ওষুধ বাজারে আসতে এখনও ২ বছর সময় লাগবে।
জানা গিয়েছে, এই ওষুধের সদ্য হিউম্যান ট্রায়াল (Human Trial) শুরু হয়েছে। এই ট্রায়ালে জানা যাবে, ক্যানসার রোগীদের (Cancer Patients) জন্য এই ওষুধ কতটা নিরাপদ। যদি মানবশরীরে এই ড্রাগস নিরাপদ হয়, এরপর পরীক্ষা করে দেখা হবে এটি আদৌ ক্যানসার সেলগুলি নষ্ট করতে পারছে কিনা।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক চা দিবস, বিশ্বজুড়ে চা দিবস উদযাপনের তাৎপর্য জানেন ?
গোটা প্রক্রিয়া শেষ হতে কম করে ২ বছর লাগবে। তারপর ওই ওষুধ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হবে। এছাড়াও ১০০ জন ক্য়ানসার রোগীর ওপরে এই ওষুধ পরীক্ষা করা হবে। যারা কম করে দুবার পর্যাপ্ত পদ্ধতি মেনে ক্যানসার চিকিৎসা করিয়েছেন।