ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ছাড়াই বিজ্ঞানীরা শুধুমাত্র মানব দেহের স্টেম সেল (বীজ কোষ) ব্যবহার করে তৈরী করে ফেলেছেন মানব ভ্রূণ। মডেলটিতে পাওয়া গিয়েছে হৃদস্পন্দন এবং রক্তের চিহ্ন। এটি কিছু কোষ এবং কাঠামোর একটি প্রতিরূপ যা সাধারণত গর্ভাবস্থার তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে প্রদর্শিত হয়। কিন্তু এটিতে টিস্যু বা কলা গঠনের সম্ভাবনা নেই যা সাধারণত একটি প্রাকৃতিক ভ্রূণে প্লাসেন্টা এবং কুসুম থলি গঠিত হয়, তাই এই ভ্রূণ থেকে জন্মের সম্ভাবনা নেই।
এই সম্পর্কে, শনিবার বোস্টনে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টেম সেল রিসার্চের বার্ষিক সভায় কেমব্রিজ ইউনিভার্সিটির গার্ডন ইনস্টিটিউটের ডক্টর জিতেশ নিউপানে বলেন, "আমি জোর দিয়ে বলতে চাই যে এগুলি ভ্রূণ নয় এবং আমরা আসলে ভ্রূণ তৈরি করার চেষ্টা করছি না।" "এগুলি কেবলমাত্র মডেল যা মানব উন্নয়নের নির্দিষ্ট দিকগুলি দেখার জন্য ব্যবহার করা যেতে পারে।"
নিউপানে গার্ডিয়ানকে আরও বলেন, "নিছক খেয়ালবশেই মাইক্রোস্কোপের তলায় আমার প্লেটটা রেখেছিলাম। সেখানে আচমকা হৃদস্পন্দনের হদিশ পেয়ে সত্যি বলতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তারপরই পুনরায় বিষয়টাকে ছানবিন করতে শুরু করি"।