বিশ্বজুড়েই বাড়ছে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার সমস্যা। সম্প্রতি ওয়র্ল্ড ওবেসিটি ফেডারেশনের হিসেব বলছে, আগামী ২০৩৫-এর মধ্যে বিশ্ব জনসংখ্যার অর্ধেকই হয়ে উঠবে হয় ওবেস, অথবা ওভার ওয়েট।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্থূলতার সমস্যা সবচেয়ে বাড়বে এশিয়া এবং আফ্রিকায়। যার ফলে সারা বিশ্বে খরচ বাড়বে প্রায় ৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ভারতে আগামী ১২ বছরে শুধু ওবেসিটির কারণে চিকিৎসা খাতে ব্যয় বেড়ে দাঁড়াবে ৮.৮৩ বিলিয়ন মার্কিন ডলার।
সমীক্ষা বলছে, ১৯৭৫ সাল থেকে বিশ্বের কোনও দেশের জনসংখ্যার মধ্যেই স্থূলতার হার কমেনি, কেবলই বেড়েছে। ২০০৬ সালে বিশ্বে পুরুষদের মধ্যে ওবেসিটির হার ছিল ৯.৩ %, ২০২১ এ তা বেড়ে হয়েছে ২২.৯ %। একই সময়ে মহিলাদের ওবেসিটির হার ১২.৬ % থেকে বেড়ে ২৪ % হয়েছে।
ক্রমশ আরও বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস, শুয়ে বসে কাটানো লাইফস্টাইল, এবং সরকারের নিয়ন্ত্রিত খাদ্য সরবরাহ নীতির অভাবের ফলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।