হালফিলে ফ্যাশনে বেজায় ইন ট্রেন্ডি হেয়ার কালার। কিন্তু অনেকেরই চুল রঙ করার ইচ্ছে থাকলেও, পাছে বাকি চুলও পেকে সাদা হয়ে যায় তার ভয়ে করতে পারেন না। চুলে রঙ করলে কি দ্রুত পেকে যায়? এবিষয়ে কী বলছেন ডার্মাটোলজিস্টরা ?
Solo Trip Tips: 'নিজেকে ভালবাসো তুমি এবার', Solo Trip-এ যাবেন ভাবছেন? কেবল এই কটা জিনিস মাথায় রাখুন
চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জুষ্যা সারিন এই মিথটি উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, চুলে রঙের সঙ্গে পেকে যাওয়ার কোনও সম্পর্ক নেই। জেনেটিক্স, অতিরিক্ত মানসিক চাপ এবং পুষ্টির অভাবের কারণে চুল সাদা হয়ে যেতে পারে। এছাড়াও তিনি জানান , চুলে রঙ করলে মাথার ফলিকল প্রভাবিত হয় না। কারণ সেগুলি মাথার ত্বকের অনেক নীচে অবস্থিত।
জেনেটিক্স এবং বার্ধক্যজনিত কারণে চুল পাকতে পারে, চুলের রঙের কারণে নয়। তাই চুলে নির্দ্বিধায় রঙ করতে পারেন। তবে, কেমিক্যাল ব্যবহারে চুলে একটা প্রভাব পড়েই, সেক্ষেত্রে রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলের বাড়তি যত্ন নেওয়াও জরুরি।