মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী(Guru Nanak Jayanti) । শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিন আজ। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এটা সবথেকে বড় উৎসব । কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গুরু নানক জয়ন্তী পালন করা হয় । এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে শিখেরা প্রভাত ফেরি করেন, গুরুদোয়ারায় প্রার্থণা করেন । দিনটি প্রকাশ পর্ব, গুরু পর্ব, গুরু পূরব নামেও পরিচিত ।
গুরু নানক জয়ন্তীর ইতিহাস
শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম ১৪৬৯ খ্রিস্টাব্দে । অবিভক্ত ভারতের তালবন্দি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । স্থানটি বর্তমানে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত নানকানা সাহিবে পড়ে ।
গুরু নানক জয়ন্তীতে গুরুদোয়ারায় কীর্তন-গানের ব্যবস্থা করা হয় । ভক্তদের জন্য খুলে দেওয়া হয় লঙ্গরখানা । গুরবাণী পাঠের ব্যবস্থাও হয় ।