সময় বদলেছে। তার সঙ্গে বদলেছে স্টাইলও। এক সময় কালো চুল সাদা হলেই অস্বস্তিতে পড়তেন সকলে। কালো রং করতেন ধূসর চুল ঢাকার জন্য। কিন্তু এখনকার স্টাইল স্টেটমেন্ট বলছে ধূসর চুল কালো না করাটাই যেন ট্রেন্ড।
সম্প্রতি সিএফডিএ ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেজা ধূসর চুল নিয়ে আলেন জুলিয়া ফক্স। যা সকলেরই নজর কাড়ে।
জুলিয়া ফক্সেরও আগে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া এবং লারা দত্ত প্রকাশ্যে তাঁদের ধূসর চুল ফ্লন্ট করেছেন। বদলেছেন নিজেরদের স্টাইল স্টেটমেন্ট।
হলিউড বা বলিউড সেলিব্রিটি ছাড়াও ট্রাম্পের ক্লাসিক এবং এলিগেন্স লভেল গ্রে লুক নির্দ্বিধায় নজর কেড়েছে সকলের। ধবধবে সাদা চুল নিয়ে নিজের আলাদাই স্টাইল স্টেটমেন্ট বজায় রেখেছেন তিনি।
সুতরাং যখনই আপনার ধূসর হয়ে যাবে তখনই আপনি সেটা রঙ না করে বরং আপনার ধূসর চুলকে ফ্লন্ট করতে পারেন। তৈরি করতে পারেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।