বিশ্বজুড়েই অধিকাংশ কর্মীর অভিযোগ, যতটা পরিশ্রম করতে হয় কর্মক্ষেত্রে, সেই অনুপাতে বেতন বাড়ে না। কিন্তু এই গল্পটা ব্যতিক্রম। এক কর্মী, দিনে কাজ বড় জোর এক-দু ঘণ্টার। তাও অফিস মেইল করলে তবেই ল্যাপটপ খোলেন। ওদিকে বছরে আয় ১ কোটি ২০ লক্ষ টাকা।
গুগল-এর কর্মীটির নাম ডেভন। নিজের কর্মক্ষেত্রের দারুণ প্রশংসা করেছেন তিনি। অফিসের মেসেজ খেয়াল না করলে চাকরি খোয়ানোর ভয় আছে? ডেভন সেসবের তোয়াক্কা করেন না, বিশ্বাস করেন ,এটা তাঁর শেষ চাকরি নয়, বয়স তো মাত্র ২০। তরুণ প্রযুক্তিবিদ গুগলের জন্য প্রোগ্রামিং এবং কোড লেখার কাজ করে থাকেন
অ্যাপেল-এর কর্মীদের নাকি খাটনি অনেক বেশি, কাজ করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু গুগলের কর্মীরা কাজের পাশাপাশি জীবনটাও উপভোগ করতে পারেন বলে জানিয়েছেন ডেভন।