গাড়িতে যখন আরাম করার বিকল্প থাকে, তাহলে অ্যাঁর চালকের আসনে বসা কেন, এমনটাই ভাবছে জেনারেশন জি। ওয়াশিংটন পোস্টের একটি সমীক্ষা বলছে, নিজে গাড়ি ড্রাইভ করার চেয়ে ক্যাব বুক করাই বেশি পছন্দ এই প্রজন্মের।
সমীক্ষা বলছে, ১৯৯৭ সালে ১৬ বছর বয়সিদের প্রায় ৪৩ শতাংশের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল। ২০২০ তে তা এসে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।
সমীক্ষা এও বলছে, জেনারেশন জি পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন। তাছাড়া পথ দুর্ঘটনার কথা ভেবে, গাড়ির বিমাকরার খরচের কথা ভেবে গাড়ি কেনার দিকে তেমন ঝুঁকছে না এই প্রজন্ম।
Elephant kills boy: দাঁতাল দেখেই পালালেন বাবা, পড়ে রইল ছেলে, মর্মান্তিক পরিণতি মাধ্যমিক পরীক্ষার্থীর
তাছাড়া, বাইরে বেরোতে গেলে যাতায়াতের জন্য গাড়ি লাগে, কিন্তু এই প্রজন্মের বাইরে বেরনোর প্রয়োজনীয়তা কমেছে, অধিকাংশ কাজই হচ্ছে অনলাইনে।