হাতে গুনে পুজোর বাকি মেরে কেটে দিন ৪০, তাই এটাই কিন্তু শপিং-এর মোক্ষম সময়। তার উপর আজ আবার রবিবার ছুটির দিন। বিকেলেই বেরিয়ে পড়ুন শপিং-এ। আজ জানাব সাউথ কলকাতার শপিং ডেস্টিনেশন। যেখানে সাধ্যের মধ্যেই সাধ মেটাতে পারবেন আপনারা।
Butter Garlic Shrimp: ডিনারে থাক বাটার গার্লিক চিংড়ি, রইল সহজ রেসিপি
গড়িয়া হাট (Garia Hat)- সস্তায় পুষ্টিকর যাকে বলে। গড়িয়া হাট মার্কেট সারা কলকাতা বিখ্যাত৷ রবিবারের বিকেলে একটু সময় নিয়ে চলে আসুন গড়িয়া হাট। শাড়ি, ব্লাউজ, গয়না থেকে জামা জুতো, লিপস্টিক, ঘর সাজানোর জিনিস৷ কী নেই! আর সবেরই দাম আয়ত্তে।
দক্ষিণাপণ (Dakshinapon) - আপনি যদি হন এথনিক ফ্যান। তবে এই ডেস্টিনেশন আপনার জন্য৷ দেশের বিভিন্ন রাজ্যের হাতের কাজ থেকে বুটিকের কালেকশন সবই মিলবে এক ছাদের তলায়। সব রকম দামেই মিলবে জিনিস।
বাঘাযতীন এবং ৮বি (Baghajatin-8b)- বাঘাযতীন ও যাদবপুর ৮বির দোকানগুলিও একেবারে নতুন কালেকশন নিয়ে রেডি। ছুটির সন্ধেতে এই দুই জায়গায় ঘুরলেও চোখ আটকাবে একাধিক জিনিসে৷