ছাদে কিংবা বাড়ির বারান্দায় সুযোগ পেলেই গাছ লাগাতে পছন্দ করেন অনেকে। এক্ষেত্রে ভরসা করতে হয় টবের উপর। অনেকেই বিভিন্ন কারণে গাছ লাগানোর জন্য প্লাস্টিকের টবকেই প্রাধান্য দেন। কিন্তু আপনার গাছের জন্য প্লাস্টিক না মাটির টব প্রয়োজন সেটা জানেন কি?
গাছ লাগানোর জন্য অনেকেই প্লাস্টিকের টব বেছে নেন। কিন্তু প্লাস্টিকের টবের গায়ে কোনও ছিদ্র থাকে না। তাই প্রয়োজন মতো অক্সিজেন নিতে পারে না গাছ। এছাড়াও গাছের গোড়ায় জল জমার ফলে গাছ মরেও যেতে পারে।
বাজারে সিমেন্টের টবও পাওয়া যায়। এই টবের ওজন একটি বেশি। ফলে ছাদে কিংবা বারান্দায় না রাখাই ভাল।
আরও পড়ুন - সবুজের অভিযান! প্রিয় সিডার গাছকে বাঁচাতে ওর ডালেই সংসার পরিবেশকর্মীদের
গাছের জন্য সবথেকে উপযুক্ত টব হল মাটির টব। এতে অসংখ্য ছিদ্র থাকে। গাছ প্রয়োজনীয় অক্সিজেন পায়। কিন্তু মাটির টবে ঘন ঘন জল না দিলে গাছ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।