জি ২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনের শেষে ছিল রাষ্ট্রপতির নৈশভোজের আয়োজন। তাতেই রীতিমতো নজর কাড়ল অতিথিদের সাজ পোশাক। শাড়িতেও সাজলেন একাধিক বিদেশি অতিথি।
ব্রিটেনের প্রাইমমিনিস্টার ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি পরেছিলেন মাল্টি কালার্ড স্কার্ট-টপ।
জাপানের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রীর স্ত্রী, দুজনেই নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন শাড়ি পরে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রী ইউকো কিশিদা সেজেছিলেন ঝলমলে গাঢ় গোলাপি পাড় সবুজ শাড়িতে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথের স্ত্রী এবং ওয়র্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্টের স্ত্রী ঋতু বঙ্গাও এসেছিলেন সাদা শাড়িতে।
আইএমএফ প্রধান জর্জিয়েভা ক্রিস্টালিনা পরেছিলেন বেগুনি সালওয়ার স্যুট, সঙ্গে সোনালি ওড়না।