ভারতীয় রন্ধনপ্রণালী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রন্ধনপ্রণালীগুলির মধ্যে একটি এ বিষয়ে সন্দেহ নেই। সম্প্রতি, টেস্ট এটলাস তার ইনস্টাগ্রাম পেজে বিশ্বের সেরা রুটি জাতীয় খাবারের একটি গুণমান ও স্বাদের ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে। ভারতের বাটার গার্লিক নান জিতে নিয়েছে দ্বিতীয় স্থান।
Friendship: বন্ধুত্বের ম্যাজিক ফিগার কত? জেনে নিন আধুনিক মনোবিজ্ঞানীদের মতামত
এর পরে নান চতুর্থ, পরোটা অষ্টম , অমৃতসারী কুলচা ১৪ তম, রুটি ১৬ তম , আলুর পরোটা ২৯ তম, রুমালি রুটি ৩৪ তম, আলু নান ৪৬ তম এবং কাশ্মীরি নান ৪৭ তম স্থানে রয়েছে। ৫০ টি ফ্ল্যাটব্রেডের এই তালিকায় ভারতের ৯টি রুটি জায়গা করে নিয়েছে। এক নম্বর স্থান দখল করেছে মালয়েশিয়ার রুটি কানাই এবং সর্বশেষে রয়েছে স্পেনের কোকা।