Labrar Recipe: মা-ঠাকুমাদের হাতের স্পেশ্যাল রেসিপি, জানুন লাবড়া রাঁধার সহজ উপায়

Updated : Jun 03, 2023 07:36
|
Editorji News Desk

শনিবার অনেকর বাড়িতেই নিরামিষ । তার উপর লোকনাথ বাবার পুজো । ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া রাঁধবেন ভাবছেন ? কিন্তু মা-ঠাকুমাদের হাতের স্পেশ্যাল এই রান্নার পুরো পদ্ধতি কি জানা নেই ? তাহলে দেখেনিন লাবড়ার রেসিপি

উপকরণ 
আলু, কুমড়ো, বেগুন, পটল, ফুলকপি, পেঁপে, গাজর, বরবটি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজ পাতা, পাঁচফোড়ন, টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা, ঘি। 

সমস্ত সবজিগুলি কেটে নিতে হবে। সঙ্গে চিরে রাখতে হবে লঙ্কা। এরপর কড়াই গরম হলে সরষের তেল দিয়ে আলুর টুকরো ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা পটল ভেজে নিতে হবে। এরপর ফুলকপি, গাজর, বেগুন হালকা লাল করে ভেজে তেল গরম করে ফোঁড়ন দিতে হবে। 

এরপর গরম তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে টমেটোর কুচি দিয়ে দিতে হবে। এরপর তাতে আদা বাটা দিয়ে নেড়ে চেয়ে তাতে না ভাজা সবজি অর্থাৎ পেঁপে, কুমড়ো, বরবটি, চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। তারপর সব মশলা এবং লবণ দিয়ে নেড়ে নিন। এরপর বেগুন বাদে সব সবজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। 

এরপর চিনি, ভেজে রাখা বেগুন দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন। শেষে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিন। ২ মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করে নিন। তৈরি হয়ে যাবে লাবড়া।

cook food

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ