ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-তে স্মার্টফোনের উপর বিশেষ অফার থাকছে। এক নজরে দেখে নিন, এই বিগ বিলিয়ন ডে-এর যে অফারগুলি একেবারেই মিস করা যাবে না।
এবার নাথিং ফোন ১-এর সব ধরনের মডেলে ৩০০০ টাকা অফ পাওয়া যাবে। নাথিং ফোনের ন্যূনতম বাজারমূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে এক্সচেঞ্জ অফারে ৩০০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা।
স্যামসাং গ্যালাক্সি S21 FE ফোনের দামও কমছে বিগ বিলিয়ন ডে-তে। ফ্লিপকার্টের এই অফারে এবার সাধ্যের মধ্যে পাওয়া যাবে এই ফোন। এই ফোন পাওয়া যাবে ৩১,৯৯৯ টাকায়। যার বাজার দর ৫০ হাজার টাকার বেশি।
এবার বিগ বিলিয়ন ডে-তে স্যামসাংয়ের গ্যালাক্সি S22 প্লাসে ছাড় থাকছে সবথেকে বেশি। এই ফোনের দাম ৮৪,৯৯৯ টাকা। যা ফ্লিপকার্টের এই অফারে পাওয়া যাবে ৫৯,৯৯৯ টাকা দরে।
মোটোরোলার নতুন ফোন যখন লঞ্চ করে, দাম ছিল ৫৯ হাজার ৯৯৯ টাকা। এই ফোনটি প্রথম ফ্লিপকার্টেই লঞ্চ হয়েছিল। বিগ বিলিয়ন ডে-তে এই ফোনের দাম কমে দাঁড়িয়েছে ৫৪,৯৯৯ টাকা।
আরও পড়ুন: ফোনের দাম কমল ২০ হাজার টাকা, আমাজনের সেল চোখ ধাঁধাচ্ছে দেশবাসীর
গেমিংয়ের জন্য জনপ্রিয় ফোন পোকো F4। এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা। যা বিগ বিলিয়ন ডে-তে কমে দাঁড়িয়েছে ২১,৯৯৯ টাকা।