বাবা । শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা,শক্তি, অনেকটা আবেগ, অনেকটা ভালবাসা । বাবা (Father) সন্তানদের কাছে বটবৃক্ষের মতো, মুশকিল আসানের চাবিকাঠি । তাঁর কাছেই যে যত আবদার, বায়না । প্রত্যেক সন্তানের কাছেই বাবা সুপার হিরো । সেই বিশেষ মানুষটিকে সম্মান জানানোর কিংবা ভালবাসা উজাড় করে দেওয়ার জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন হয় না । তবুও ক্যালেন্ডারের একটি বিশেষ দিন তাঁদের জন্য । বিশ্বজুড়ে জুনের বিভিন্ন সময় পালিত হয় ফাদার্স ডে । ভারতে আবার জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশেষ দিনটি । চলতি বছর ১৬ জুন পড়েছে পিতৃ দিবস বা ফাদার্স ডে ।
প্রতিটা দিনই বাবাদের জন্য । তবে প্রতিদিন কাজের চাপে বা নানাকারণে বাবার জন্য আমরা কিছু স্পেশ্যাল করে উঠতে পারি না । তাই, এই বিশেষ দিনটা শুধু তাঁদের জন্যই তোলা থাকুক । এই একটা দিন বাবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, গল্প করুন । বাবার জন্য তাঁর পছন্দের পদ তৈরি করুন । কিংবা কোথাও বাবাকে নিয়ে গিয়ে ঘুরে আসুন ।
কবে থেকে পিতৃ দিবস পালিত হয়, জেনে নিন ইতিহাস
ইতিহাস বলছে, ফাদার্স ডে-র ধারণাটি প্রথম এনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (America) সোনোরা স্মার্ট ডড । তাঁর বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট,আমেরিকার গৃহযুদ্ধের সৈনিক ছিলেন । মা মারা যাওয়ার পর তাঁকে এবং তাঁদের ৫ ভাইবোনকে একা হাতে মানুষ করেছিলেন উইলিয়াম । পড়াশোনা শেষ করে সোনোরাই 'ফাদার্স ডে' গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন । এরপর ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি বিবৃতি পত্রে স্বাক্ষর করে প্রত্য়েক জুন মাসের তৃতীয় সপ্তাহকে পিতৃ দিবস বা ফাদার্স ডে হিসাবে ঘোষণা করেন ।
কবে, কোথায় ফাদার্স ডে পালন করা হয় ?
বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পালিত হয় পিতৃ দিবস । মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে জুনের তৃতীয় সপ্তাহে পালন করা হয় পিতৃদিবস । অন্যদিকে, পর্তুগাল, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি-র মতো দেশে পিতৃ দিবস পালন করা হয় ১৯ মার্চ । তাইওয়ানে ও থাইল্যান্ডে পালন করা হয় যথাক্রমে ৮ অগস্ট ও ৫ ডিসেম্বর ।