শনিবার হায়দরাবাদের (Hyderabad suicide) বানজারা হিলসের একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (prathyusha garimella suicide) মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন।
প্রত্যুষার পরিচিতরা জানিয়েছেন, কিছু দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কার্বন মোনোক্সাইড খেয়ে আত্মহত্যা করেছেন বছর পয়ত্রিশের এই ফ্যাশন ডিজাইনার। হায়দরাবাদে প্রত্যুষা একাই থাকতেন। পুলিশ ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর দিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পোশাকশিল্পী হিসাবে বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। ২০১৩ সাল থেকেই প্রত্যুষার নাম ছড়িয়ে পড়ে ফ্যাশন জগতে। বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন প্রত্যুষা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজল, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, রবিনা টনডন ও হুমা কুরেশি। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে।