বিয়ের বেনারসি গয়না এসবই মেয়েদের যখের ধন। বিয়ের হয়ত কয়েকযুগ পেরিয়ে গিয়েছে তবু আলমারির এক কোণে ন্যাপথলিনের গন্ধ মেখে নিভৃতে পড়ে থাকে সেই বহুমূল্যবান শাড়িটি। পাছে নষ্ট হয়ে যায় সেই ভয়ে ব্যবহারও করেন না অনেকে। কিন্তু দীর্ঘদিন পড়ে থাকতে থাকতেই এই শাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বেনারসির রঙ এবং জরির কাজ ধরে রাখতে এর চাই বাড়তি যত্ন। নতুবা নস্টালজিয়ায় মোড়া রজনীগন্ধার গন্ধ মাখানো সেই শাড়ি কাগজের মতো ছিঁড়ে যেতে পারে।
National Handloom Day: বেনারসী, কাঞ্জিবরম,পশমিনা, দেশের সেরা পাঁচ হ্যান্ডলুম শাড়ি
দেশের নামকরা পোশাকশিল্পীরা জানালেন বেনারসি সংরক্ষণের উপায়। পোশাক শিল্পী অঞ্জু মোদী জানাচ্ছেন, বেনারসির পারে ভারী জরির কাজ থাকে তাই তা ভাঁজ করে রাখলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রিতু কুমারের মতে, বেনারসি অন্য শাড়ির সঙ্গে ভাঁজ করে না রেখে আলাদা ব্যাগে রাখা ভাল। তবে সেই ব্যাগটি হতে হবে সুতির। ব্যাগে রাখতে পারেন নিম পাতা। ন্যাপথলিন শাড়ির সুতো বিবর্ণ হতে পারে। পলক শাহ এর মতে উল্টেপাল্টে পরে ফেলা উচিত বেনারসি। একটা সময় পর তা দিয়ে বানিয়ে নিন সালোয়ার বা লেহেঙ্গা।