শ্রীজাতর একটি বিখ্যাত কবিতার লাইন আছে, ‘ঘনাচ্ছে মেঘ চোখের কোণে কাজল টানা স্ট্র্যাটোস্ফিয়ার’ , সব সাজের শেষে একটু টেনে কাজল না পরলে সাজটাই যেন সম্পূর্ণ হয় না। চোখের কোণে উইংগড আইলাইনারে আপনার সাজে আসতে পারে আরও মাধুর্য্য। কিন্তু দুইচোখে সমানভাবে এই অইলাইনার পরা কিন্তু বেশ ঝক্কি।
কীভাবে দুইদিকে সমান কাজল টানবেন?
প্রথমে চোখের মাপে দুই কোণে একটি দাগ দিয়ে দিন। তারপর বাইরে থেকে ব্রাশ দিয়ে টেনে চোখের মাঝ বরারবর নিয়ে আসুন। আপনার আইলাইনার ব্রাশ দিয়ে লাইনের মধ্যে ফাঁকা জায়গাটি পূরণ করুন।