ঘন সুন্দর চুল পেতে চুলের যত্নের সঙ্গে সঙ্গে খেয়াল রাখা উচিত হেয়ার ট্রিমিংয়ের দিকেও। অনেকেই ঘন ঘন চুল কাটেন। অনেকের আবার সাধের চুল কাটা একেবারেই না পসন্দ। কিন্তু চুলের যত্নের পাশাপাশি হেয়ার ট্রিমিং কিন্তু খুব জরুরি একটি বিষয়। আজ জেনে নেওয়া যাক ঠিক কতদিন অন্তর চুল কাটা উচিত?
বিশেষজ্ঞদের মতে, চুলের যত্ন নিয়ে কমপক্ষে ৬-৮ সপ্তাহ পর পর হেয়ার ট্রিমিং করা প্রয়োজন। আর যদি কোনও ভাবেই এই রুটিন মেনে চলা সম্ভব না হয়, সেক্ষেত্রে অন্তত পক্ষে ৩-৪ মাস পর পর হেয়ার ট্রিমিং করা উচিত। কিন্তু তার বেশি সময় দেওয়া উচিত নয়। এতে চুলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন - ঠোঁট ফেটে চৌচিড়! আপনার দরকার লিপি মাস্ক, এভাবে বানান বাড়িতেই
তবে, চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য এই রুটিন মেনে চললেও অনেকটা চুল কেটে বাদ দিতে হবে এমনটা নয়। এক্ষেত্রে সাধারণ হেয়ার ট্রিমিং রুটিন মেনে চলতে হবে। অর্থাৎ চুলের সামান্য রুক্ষ অংশ কেটে ফেলতে হবে। যার ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে।