২ মিনিটে ম্যাগি রান্না হয়ে গেলেও , ম্যাগির মতো কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া কিন্তু বেশ ঝক্কির কাজ। বর্ষায় আর্দ্রতা এবং তাপমাত্রার অসামঞ্জস্যের কারণেই চুলের ক্ষতি বেশি হয়।
কীভাবে যত্ন নেবেন কোঁকড়ানো চুলের?
সিরাম ব্যবহার : এই সময় চুল রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুল ময়শ্চারাইজ রাখা জরুরি। চুলে সিরাম ব্যবহার করতে পারেন।
নিয়ম করে হট অয়েল - গরম জলে তেলের বাটি বসিয়ে সেই গরম তেলটা চুলের গোড়ায় মাখলে, চুল ভাল হবে।
মাথা ঢেকে রাখুন: কোঁকড়ানো চুলের গোড়া গরমে বেশি ঘামে। তাই রোদে বেরোলে টুপি বা স্কার্ফ ব্যবহার করুন।
নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার করুন : সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। চুলের গোড়া পরিষ্কার রাখুন।