সমুদ্রচরে বিকিনি। এটাই ফ্যাশন ট্রেন্ড। হলিউড হোক বা বলিউড। ইনস্টাগ্রামে তেমন ছবিরই সমাহার সর্বত্র। পিছিয়ে নেই বাংলার টলিউড অভিনেত্রীরাও। সৈকতে কী পোশাক বেছে নেবেন! কোন কোন জিনিস ব্যাগে রাখতে পারেন, ভেবে পাচ্ছেন না। দেখে নিন টলিউডের তিন সেলেবের সাজ পোশাক।
সম্প্রতি ছুটি কাটাতে তাইল্যান্ডে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। যে ট্রিপের ছবি দেখে ঘুম উড়েছে অনেকের। তাঁর পরনে ছিল নীল রঙের বিকিনি। আর তার উপরে ছিল ক্রুশের শ্রাগ।
কয়েক দিন আগেই 'বিশেষ বন্ধুর' সঙ্গে তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গোটা ট্রিপে কখনও রঙিন বিকিনি, আবার কখনও মিনি স্কার্ট— শ্রীময়ীর সাজে ছিল রঙের ছটা।
আরও পড়ুন - ফেসবুক রিচ তলানিতে! সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফিরে পাবেন আপনার জনপ্রিয়তা?
ছুটি পেতেই স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে সাগরতীরে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খোশ মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে তাঁর পরনে রয়েছে ডিপ নেক নুডলস্ট্র্যাপ ড্রেস। তাঁকে দেখা গিয়েছে মেরুন প্রিন্টেড ড্রেসেও।