২১ জুলাই বার্বি মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত গোলাপি রঙে মুড়েছে টলিউড থেকে বলিউড। ফ্যাশন ট্রেন্ডে এসেও জুড়েছে বার্বি। হেয়ার ডিজাইনাররাও ঝুঁকছেন গোল্ডেন হেয়ারের দিকে। বার্বি মুক্তি পাওয়ার পর থেকেই অনেকেই এই রঙে রাঙিয়েছেন নিজেদের চুল।
Raima Sen: মনোক্রম মনোকিনিতে সাহসী রাইমা, স্মৃতি ফেরালেন সুচিত্রা সেনের
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট বলছে, নীল থেকে প্যাস্টেল গোলাপী, পিচ পিংক এই সব রঙেও স্বচ্ছন্দ এই যুগের ফ্যাশনফ্রিকরা। বার্বি ব্লন্ড চুলের রঙের প্রবণতাকে জনপ্রিয় করতে পপ সংস্কৃতি এবং মিডিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, বলেই মনে করছেন । সেলিব্রিটি, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের দেখেও এই প্রজন্ম সাহস পাচ্ছে।