Vishwakarma Puja 2022 : নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেয়ে সবচেয়ে আগে কোন কাজটা করেন আপনি? নিশ্চয়ই যার যার নিজের প্রিয় উৎসব পার্বনের তারিখ গুলো দেখে নেওয়া হয়। কারণ দুর্গা পুজো, স্বরস্বতী কিমবা লক্ষ্মী পুজো সব তো হয় তিথি মেনে, একেক বছর একেক সময়ে। ব্যতিক্রম শুধু বিশ্বকর্মা পুজো। অধিকাংশ বছর এই পুজো হয় ১৭ সেপ্টেম্বর।
মূলত কারাখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। পুরাণ মতে ব্রহ্মা তৈরি করলেন ব্রহ্মাণ্ড আর তার নক্সা বানালেন বিশ্বকর্মা (Viswakarma)
ধর্মে সব দেব -দেবীর পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখন সময় আসে এই উত্তরায়ণের, সেই দিনই হয় বিশ্বকর্মা পুজো। সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত।
বিশ্বকর্মা পুজো 'কন্যা সংক্রান্তি' -তে পড়ে। এই বিশেষ দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা
এ বছরেও ১৭ সেপ্টেম্বর, শনিবার পড়েছে বিশ্বকর্মা পুজো।