বাঙালির বিরুদ্ধে বাঙালিরই একগুচ্ছ নালিশ, অভিযোগ। বাঙালি নাকি বাঙালিয়ানা হারিয়েছে, শিকড় ভুলেছে, বাঙালি কুয়োর ব্যাঙ আরও কত কী! সেই বাঙালির জন্য একটা নতুন বছর। বাংলা নববর্ষ ঘিরে কত আয়োজন।
বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। আদ্যপান্ত উদযাপনের মেজাজে মোড়া একটা দিন। বছরের একটা দিন। কেউ বলবেন একটা তো মাত্র দিন। তবু একটা দিন তো। অন্তত একটা দিন তো বাঙালি নিজের মানুষের সঙ্গে কাটাতে চায়। আড়ম্বর যদি নাও থাকে, বৈশাখের প্রথম দিনটায় থাকে অনেকটা যত্ন, যে যত্ন আমাদের বেঁধে বেঁধে রাখে।
Editorji Exclusive-Chaitra Sale: অনলাইন কেনাকাটার দাপটে জৌলুস হারানো চৈত্র সেল কি অসম লড়াই?
বৈশাখের পয়লা তো বুঝলাম, কিন্তু সালটা কত? অত মনে রাখা যায় নাকি? কারোর কারোর অবশ্য মনে থাকে। কলেজের আড্ডা কিম্বা ক্যাফেতে এখন বাংলায় গল্প-আড্ডা কম, পুজো সংখ্যার বিক্রি কম। তবু বছরের পয়লা দিনটায় 'বাঙালি' এই পরিচিতিতেই খুশি বঙ্গবাসী। এও কি কম পাওয়া?